চীনের অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৯ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন সরকার এ বছরের শরত্কালের শিক্ষাবর্ষ থেকে দরিদ্র ছাত্রদের সহায়তাকারী নীতির ব্যবস্থাকে আরো সুসংহত করবে । ভবিষ্যতে প্রতি বছর দরিদ্র ছাত্রদের সহায়তার কাজে অর্থ বরাদ্দ , বিশেষ ঋণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাখী খরচ ৫০ বিলিয়ন ইউয়ানের কাছাকাছি বজায় থাকবে ।
এ কর্মকর্তা বলেন , চীন সরকার অর্থ বরাদ্দ বাড়ানো , বিভিন্ন ধরণের নীতি বাস্তবায়ন , সাহায্যপ্রাপ্ত ছাত্রদের সংখ্যা বাড়ানো এবং দরিদ্র ছাত্রদের সহায়তার মান উন্নত করার মত ব্যবস্থা নিয়ে মোটামুটি দরিদ্র ছাত্রদের লেখাপড়ার সমস্যা সমাধান করতে সক্ষম হবে । তিনি বলেন , চীনের গ্রামাঞ্চলে ৯ বছরব্যাপী বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের সমস্ত খরচ মওকুফ করার পর সবার জন্যে শিক্ষা ত্বরান্বিত করার ক্ষেত্রে এ ব্যবস্থা আরেকটি যগান্তকারী ঘটনা । সারা দেশের ১ হাজার ৮ শ'রও বেশি বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ ছাত্রছাত্রী এবং ১৫ হাজার মাধ্যমিক পেশাগত স্কুলের ১ কোটি ৬০ লাখ ছাত্রছাত্রী এ ব্যবস্থা থেকে লাভবান হবে ।
|