সদ্যনিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কর্মার্স ইন চায়না'র মহাসচিব মাইকেল ও'সুলিভান বলেছেন, "মেইড ইন চায়না" পণদ্রব্য নির্ভরযোগ্য। তিনি নিজেই চীনের পণদ্রব্য কিনতে পছন্দ করেন। কারণ, চীনের পণদ্রব্যের দাম খুব বেশী না এবং গুণগত মান ভাল। অনেক ইউরোপীয়ান এখন চীনা পণ্য ব্যবহার করছেন।
সুলিভান চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিয়ামেন শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ বিষয়ক চীনের ১১ তম বাণিজ্যিক আলোচনা সভায় এ কথা বলেছেন।
তিনি বলেন, তাঁর পরিবারের অনেক নিত্য-ব্যবহার্য্য দ্রব্য হলো মেইড ইন চায়না। তিনি মনে করেন, মেইড ইন চায়না অনেক পণ্যদ্রব্যই আন্তর্জাতিক সহযোগিতার সাফল্য। তিনি মনে করেন, আন্তর্জাতিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সহযোগিতা না থাকলে উচ্চ গুণগত মান এবং নির্ভরযোগ্য পণ্যদ্রব্য তৈরী করা অসম্ভব। (লিলি)
|