 এপেকের সদস্যদেশগুলোর নেতৃবৃন্দের পঞ্চদশ অনানুষ্ঠানিক সম্মেলন ৮ সেপ্টেম্বর বিকালে অষ্ট্রেলিয়ার সিডনী শহরে শুরু হয়েছে । এ সম্মেলনের প্রতিপাদ্য হলো বিশ্ব পরিবারের অবকাঠামো নির্মাণ জোরদার করুন , টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যান । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও মার্কিন প্রেসিডেন্ট বুশসহ এপেকের ২১টি সদস্যদেশের নেতারা বা তাদের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিয়েছেন ।
সম্মেলনের প্রথম পর্যায়ে আবহাওয়ার পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে । প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনে আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে চারটি প্রস্তাব পেশ করেছেন । এ চারটি প্রস্তাব হলোঃ প্রথথমতঃ , শিল্পোন্নত দেশ ও উন্নয়নশীল দেশগুলো সম্মিলিতভাবে এ সমস্যার মোকাবেলা করবে । দ্বিতীয়তঃ , টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে । সকল দেশের উচিত হবে টেকসই উন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ উত্পাদন ও ভোগ্য পন্যেরব্যবস্থা স্থাপন করা এবং জ্বালানী সাশ্রয়ী ও উন্নত পরিবেশের সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে । তৃতীয়তঃ , জাতিসংঘের আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত কাঠামোগত চুক্তি ও কিয়তো চুক্তিতে অটল থাকতে হবে এবং এ দুটি চুক্তিকে আবহাওয়ার পরিবর্তন মোকাবেলার মূল নীতি হিসেবে গ্রহণ করতে হবে । চতুর্থতঃ, প্রযুক্তিগত উন্নয়নের সার্বিকপ্রচেষ্টা চালাতে হবে । এ ক্ষেত্রে কর্মী প্রশিক্ষণ ও মেধাস্বত্ব সংরক্ষণের কাজ জোরদার করতে হবে ।
প্রেসিডেন্ট হু চিন থাও এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বনাঞ্চল রক্ষা সংক্রান্ত ওয়েবসাইট প্রতিষ্ঠার প্রস্তাবও করেছেন । যাতে এপেকের সদস্য দেশগুলো এ বিষয়ে ইন্টারনেটে মত বিনিময় করতে পারে।
|