৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের পশ্চিম রাজস্থান রাজ্যের আরাভ্যালি পাহাড়ী এলাকায় একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৭০জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশ হচ্ছে মহিলা।
স্থানীয় পুলিশ বলেছে, এটি ছিল একটি ১০-চাকা বিশিষ্ট ট্রাক। এই ট্রাকটিতে ছিল পশ্চিম রাজস্থান রাজ্যের হিন্দু ধর্মের পবিত্র স্থান রামদেভারা জেলায় যাওয়ার তীর্থযাত্রীরা।
ভারতের পাহাড়ী এলাকার রাজপথগুলো সাধারণত সংকীর্ণ ও আঁকাবাঁকা। এ কারণে সেখানে প্রায়শঃই সড়ক দুর্ঘটনা হয়।
(খোং চিয়া চিয়া)
|