৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস । জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বাণীতে বিভিন্ন দেশকে নিরক্ষরতা দূরীকরণের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন ।
বান কি মুন বলেছেন , সারা বিশ্বে এখনও ৭০ কোটিরও বেশি নিরক্ষর ব্যক্তি রয়েছে , তাদের মধ্যে তিন ভাগের দু' ভাগই নারী । এ ছাড়া সাত কোটিরও বেশি স্কুলবয়সী ছেলেমেয়ে স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত। এতে প্রমাণিত হয়েছে যে, জনসাধারণের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আরো অনেক কিছু করার আছে ।
তিনি আরো বলেছেন , অধিবাসীদের সাক্ষরতার হার উন্নত করা জাতিসংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য হাসিল করতে সাহায্য করবে । প্রাথমিক স্কুলের শিক্ষা জনপ্রিয় করা জাতিসংঘের সহস্রাব্দী উন্নয়নের অন্যতম উদ্দেশ্য । সারা বিশ্বের নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে সম্মিলিতভাবে বাস্তব ব্যবস্থা নেয়ার জন্য তিনি জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশের সরকার , ব্যক্তিমালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান , বেসরকারী সংগঠন ও স্থানীয় সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন । (ফাং সিউ ছিয়েন)
|