বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যান ক্লস শোয়াব ৮ সেপ্টেম্বর চীনের তালিয়ান শহরে বলেছেন, তালিয়ানে অনুষ্ঠিত প্রথম গ্রীষ্মকালীণ ডাভোস বার্ষিক সম্মেলন সফল হয়েছে।
তিনি বলেছেন, এবারের বার্ষিক সম্মেলনের অভিজ্ঞতা বিশ্ব অর্থনীতি ফোরামকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আরো সমৃদ্ধ করবে। এর ফলে আগামী বছর চীনের থিয়ানচিনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় গ্রীষ্মকালীণ ডাভোস বার্ষিক সম্মেলন আরো সাফল্যজনক হয়ে উঠবে।
তিনি বলেছেন, গ্রীষ্মকালীণ ডাভোস বার্ষিক সম্মেলন ধনী লোকের জন্য আয়োজন করে না, বরং এটি সবার জন্য একটি যোগাযোগের প্লাটফর্ম। ব্যবসায়ী মহলের মানুষ ছাড়াও সমাজ হিতৈষী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন মহলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। সামাজিক দায়িত্ব পালন করা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গণ বিষয়ের চেষ্টা করা হচ্ছে বার্ষিক সম্মেলন ও অংশগ্রহণকারীদের লক্ষ্য।
তিনদিনব্যাপী প্রথম গ্রীষ্মকালীণ ডাভোস বার্ষিক সম্মেলন—'ডাভোস থেকে তালিয়ান—নতুন পথনির্দেশক বার্ষিক সম্মেলন' ৬ থেকে ৮ সেপ্টেম্বর চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব অর্থনীতি ফোরাম এই প্রথমবারের মত চীনে বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে।
(খোং চিয়া চিয়া)
|