পাকিস্তানের সন্ত্রাস দমন সংক্রান্ত বিশেষ আদালত ৭ সেপ্টেম্বর বিদেশে আশ্রয় নেয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শারিফের ভাই শাহবাজ শরিফকে পুনরায় গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।
আদালত শাহবাজ শরিফ দেশে ফিরে আসার পরই পুলিশকে তাকে গ্রেফতার করার কথা বলা হয়েছে। শাহবাজ শরিফ পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী থাকাকালে পাঁচ জন যুবককে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু শাহবাজ শরিফ বরাবরই আদালতের এই অভিযোগের অস্বীকার করে আসছেন। তিনি মনে করেন, এই অভিযোগ রাজনৈতিক মতলবে করা হয়েছে।
আদালত ২০০৩ সালেও গ্রেফতারের নির্দেশ দিয়ে ছিল। কিন্তু শাহবাজ শরিফ বরাবরই বিদেশে আশ্রয় নেয়ায় গ্রেফতারের নির্দেশ এ পর্যন্ত কার্যকর করা যায় নি।
পাকিস্তানের সর্বোচ্চ আদালত ২৩ আগষ্ট এক রায়ে বিদেশে সাত বছরেরও বেশী সময় আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ এবং তাঁর ভাইকে দেশে ফিরে আসার অনুমতি দিয়েছে। সম্প্রতি নাওয়াজ শারিফ জানিয়েছেন, তিনি পাকিস্তান সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্যে ১০ সেপ্টেম্বর ফিরে আসবেন। (লিলি)
|