তাইওয়ান কর্তৃপক্ষ জাতিসংঘে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তথাকথিত গণ ভোট আয়োজনের যে অপচেষ্টা চালাচ্ছে , তার নিন্দা করে ৬ সেপ্টেম্বর জার্মানী , স্পেন ও নেদারল্যান্ডসহ বেশ কয়েকটি পাশচাত্য দেশের প্রবাসী চীনারা আলাদা আলাদাভাবে আলোচনা সভা আয়োজন করেছেন ।
বার্লিনে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় বিশ বাইশটি প্রবাসী চীনা গোষ্ঠীর প্রতিনিধিরা বলেছেন , জাতিসংঘের সদস্য হওয়ার জন্য তথাকথিত গণ ভোট আয়োজন করা তাইওয়ান কর্তৃপক্ষের স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
স্পেনে বসবাসকারী চীনা প্রবাসী গোষ্ঠীর প্রতিনিধিরা মাদ্রিদে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় বলেছেন , তারা দৃঢ়ভাবে জাতিসংঘের সদস্য হওয়ার জন্য তথাকথিত গণভোটের বিরোধীতা করেন ।
নেদারল্যান্ডের প্রবাসী চীনা গোষ্ঠীর প্রতিনিধিরা বলেছেন , তাইওয়ান কর্তৃপক্ষ চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার যে অপেচেষ্টা চালাচ্ছে , তারা তা কোনমতেই মেনে নেবেন না ।
|