বর্তমানে চীনে আবাসিক এলাকার গণস্বাস্থ্য পরিসেবায় নিয়োজিত কর্মীর সংখ্যা ৩ লাখেরও বেশি হয়েছে । আবাসিক এলাকার স্বাস্থ্যরক্ষা পরিসেবার ক্ষমতা ক্রমাগতভাবে বেড়ে গেছে ।
অসমাপ্ত পরিসংখ্যান অনুযায়ী , ২০০৭ সালে চীনের বিভিন্ন পর্যায়ের সরকার আবাসিক এলাকার স্বাস্থ্যপরিচর্যা পরিসেবা কাজকর্মের ক্ষেত্রে ৮ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । ফলে আবাসিক এলাকার গণস্বাস্থ্য পরিসেবার মান অনেক উন্নত হবে । এ পর্যন্ত চীনের ৯০ শতাংশ শহরে আবাসিক এলাকার গণস্বাস্থ্য পরিসেবার কাজকর্ম চালানো হচ্ছে । সেজন্য ২৩ হাজার স্বাস্থ্য পরিসেবা সংস্থা গড়ে তোলা হয়েছে ।
জানা গেছে , বর্তমানে চীনের বেশির ভাগ প্রদেশ ও শহরে গণস্বাস্থ্য পরিচর্যার ভর্তুকী বিষয়ক নিয়মবিধি প্রণয়ন করা হয়েছে । বাসিন্দাদের রোগ প্রতিষেধক ও স্বাস্থ্যরক্ষার কাজকর্ম ব্যাপকভাবে জোরদার হয়েছে এবং আবাসিক এলাকার চিকিত্সকদের পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে । ফলে আবাসিক এলাকার গণস্বাস্থ্য পরিসেবার মান অনেক উন্নত হয়েছে । (থান ইয়াও খাং)
|