৬ সেপ্টেম্বর প্রকাশিত গুয়াতেমালার গণ প্রশাসন বিষয়ক বিভাগের একটি বিবরণীতে বলা হয়েছে , ফেলিক্স নামক টাইফুনের আঘাতে গুয়াতেমালার উপকূলীয় অঞ্চলে প্রবল বর্ষণ হয় । এর ফলে নদীতে বন্যা দেখা দেয়ায় ২৫ হাজার লোক বন্যা কবলিত হয়ে পড়ে ।
খবরে প্রকাশ , প্রবল বর্ষণে গুয়াতেমালার ৪টি নদীতে জলস্রোত খরবেগে বইতে থাকে । ৫ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্যায় সবচেয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ইজাবাল প্রদেশের ৮ শোরও বেশি দুর্গতদের নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে বাধ্য হয়ে অন্যত্র স্থানান্তরিত করতে হয়েছে । তাদের মধ্যে ২ শোরও বেশি জনকে অস্থায়ী আশ্রয়স্থলে পুনর্বাসন করা হয়েছে ।
ইজাবাল প্রদেশ এখনও লাল সতর্ক অবস্থায় রয়েছে । গুয়াতেমালার আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে , পরবর্তী কয়েক দিন ধরে এ দেশের বেশির ভাগ অঞ্চলে প্রবল বর্ষণ অব্যাহত থাকবে । (থান ইয়াও খাং)
|