সম্প্রতি কয়েকটি পাশ্চাত্য দেশের সংবাদ মাধ্যম চীনের সেনাবাহিনীর তথাকথিক হ্যাকার হামলা বিষয়ক গুজব রটিয়েছে । এই সব সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে , চীনের সেনাবাহিনীর কম্পিউটার হ্যাকার পেন্টাগণ এবং ব্রিটেন ও জার্মানীর বেশ কিছু সরকারী সংস্থার কম্পিউটার ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে । এই সব গুজব মোকাবেলার জন্য ৬ সেপ্টেম্বর ফরাসী প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জার্মানীর সংবাদ মাধ্যম তা নাকচ ও খন্ডন করে দিয়েছে ।
৬ সেপ্টেম্বর ফরাসী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন , ফরাসী প্রতিরক্ষা মন্ত্রণালয় চীন ও অপর দেশের নেট হামলার শিকার হয় নি । তিনি বলেন , ফ্রান্সের মিত্র রাষ্ট্রগুলো যে নেট হামলার শিকার হয়েছে , সে সম্পর্কিত তথ্যও প্রতিরক্ষা মন্ত্রণালয় কখনো পায় নি ।
বেশ কয়েকটি দেশের সরকারী ওয়েবসাইট চীনের সেনাবাহিনীর তথাকথিত হ্যাকার হামলার যে শিকার হয়েছে , তা খন্ডন করে ৬ সেপ্টেম্বর ডাচে ওয়েলে বেতারের ওয়েবসাইটও একটি প্রবন্ধ প্রকাশ করেছে । (থান ইয়াও খাং)
|