৭ সেপ্টেম্বর বি.বি.সি'র এক সর্বশেষ জরীপে বলা হয়েছে, অধিকাংশ লোক মনে করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহু জাতিক বাহিনী এখন ইরাক থেকে প্রত্যাহার করা উচিত ।
এবারের জরীপ বি.বি.সি'র অনুরোধে পেশাগত জরীপ কোম্পানি 'গ্লোবস্কান' বিশ্বের ২২টি দেশের ২৩ হাজারেরও বেশি লোকের মধ্যে চালিয়েছে । যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহু জাতিক বাহিনী অবিলম্বে ইরাক থেকে প্রত্যাহার করা, এক বছরের মধ্যে প্রত্যাহার অথবা ইরাকের নিরাপত্তা পরিস্থিত উন্নত হওয়ার পর প্রত্যাহার করা সম্পর্কিত প্রশ্নের উত্তরে ৩৯ শতাংশ লোক মনে করেন অবিলম্বে সৈন্য প্রত্যাহার করা উচিত । ২৮ শতাংশ লোক মনে করেন বিভিন্ন পর্যায়ে সৈন্য প্রত্যাহার করা এবং ২৩ শতাংশ লোক মনে করেন, বহু জাতিক বাহিনী ইরাকের পরিস্থিতি উন্নত হওয়ার পর প্রত্যাহার করা উচিত ।
যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি বলেছে, তাদের বাহিনী ইরাকে থাকবে এবং ইরাকী বাহিনী স্বদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জনের পর তাদের সৈন্য প্রত্যাহার করবে । 'গ্লোবস্ক্যান' কোম্পানির এবারের জরীপের দায়িত্বশীল কর্মকর্তা ডাগ মিলার বলেছেন, এবারের জরীপ থেকে জানা যায় যে, এসব দেশের সরকারের সিদ্ধান্ত বিশ্বের জনগণের ইচ্ছার সঙ্গে অসঙ্গতিপূর্ণ । (ছাও ইয়ান হুয়া)
|