চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বৈদেশিক সংস্কৃতি যোগাযোগ পরিষদের প্রধান, ' চীনের তিব্বত সংস্কৃতি সপ্তাহ-২০০৭-এর' প্রতিনিধি দলের প্রধান ছুই ইউ ইং ৬ সেপ্টেম্বর রাশিয়ার রাজধানী মস্কোয় বলেছেন, এদিন অনুষ্ঠিত সংস্কৃতি সপ্তাহের অনুষ্ঠান রাশিয়ার জনগণকে আরো ঘনিষ্ঠভাবে তিব্বতের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলেছে এবং তা চীন ও রাশিয়ার জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রীকে জোরদার করবে ।
অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনে ছুই ইউ ইং বলেছেন, ' তিব্বত সংস্কৃতি সপ্তাহ-২০০৭' হচ্ছে রাশিয়ার 'চীন বর্ষ' অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ । তা চীন ও রাশিয়ার নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহলের ব্যক্তিদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে । এবারের সংস্কৃতি সপ্তাহের প্রধান বিষয় 'সুন্দর তিব্বত' প্রদর্শনী। তিব্বতের গবেষক ও উচ্চপদস্থ সন্ন্যাসীদের যোগাযোগ এবং চমত্কার তিব্বতী নাচ -গানের পরিবেশনা রয়েছে । 'সুন্দর তিব্বত' প্রদর্শনীতে ছবি, থাংকার এবং তিব্বতের ঔষধ রয়েছে ।
জানা গেছে, মস্কো ছাড়া এ অনুষ্ঠান রাশিয়ার কালমিক প্রজাতন্ত্রের রাজধানী এলিস্তায় অনুষ্ঠিত হবে । ১৬ সেপ্টেম্বর এ অনুষ্ঠান শেষ হবে । (ছাও ইয়ান হুয়া)
|