চীনের জাতীয় পর্যায়ের দুর্নীতি-প্রতিরোধ সংক্রান্ত বিশেষ সংস্থা, অর্থাত্ জাতীয় দুর্নীতি-প্রতিরোধ ব্যুরো ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদ ৬ সেপ্টেম্বর মাই ওয়েনকে এই ব্যুরোর মহাপরিচালক পদে নিযুক্ত করেছে। তিনি সম্প্রতি তত্ত্বাবধান মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির শৃঙ্খলা পরিদর্শন কমিশনের উপ-সম্পাদক কান ইশেং চলতি বছরের ফেব্রুয়ারী মাসে গণ-মাধ্যমকে বলেছেন, চীন জাতিসংঘের দুর্নীতি দমন চুক্তিতে নির্ধারিত দায়িত্ব ভালোভাবে পালনের জন্যে এই ব্যুরো প্রতিষ্ঠা করেছে। জাতীয় দুর্নীতি-প্রতিরোধ ব্যুরো প্রতিষ্ঠার পর চীন বিভিন্ন স্থানে স্থানীয় পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ সংস্থা প্রতিষ্ঠা করবে।
সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন কর্মকর্তা ব্যাখ্যা করে বলেছেন, জাতীয় দুর্নীতি ব্যুরোর প্রধান দায়িত্ব হলো দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত প্রচার করা, শিক্ষা দেয়া এবং দুনীতি প্রতিরোধ ব্যবস্থাপনার নির্মাণ ও নবায়ন করা। (লিলি)
|