৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফররত চীন সরকারের দারফুর বিষয়ক বিশেষ দূত লিউ কুইচিন ওয়াশিংটনে চীনা দুতাবাসে বলেছেন, চীন অব্যাহতভাবে দারফুর অঞ্চলে মানবিক ত্রাণ-সাহায্য পাঠাবে । কিন্তু পরিবহনের নিষেধাজ্ঞা ও শাস্তির মাধ্যমে দারফুর সমস্যার সমাধান চীন সমর্থন করে না ।
তিনি বলেছেন, গত বছর থেকে চীন সরকার সুদানে ৮ কোটি রেন মিন পি মানবিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি বাস্তাবায়ন করছে । সাহায্য সামগ্রীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও স্থানীয় অঞ্চলের উন্নয়ন সামগ্রী যেমন বিদ্যুত্ উত্পাদন যন্ত্রপাতি,পানির পাম্প ও পরিবহন যন্ত্রপাতি রয়েছে । তা ছাড়া সুদানের চীনা কোম্পানিগুলো ২০ লাখ মার্কিন ডলার সাহায্য দেবে ।
তিনি বলেছেন, চীন সুদানের দারফুর অঞ্চলে ৩১৫জন বহুমুখী শ্রমিক সৈন্য নিয়ে গঠিত একটি দল পাঠাবে । তারা সেতু, রাস্তা ও বাসভবন নির্মাণ কাজের দায়িত্ব পালন করবে । জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের উত্থাপিত "যৌথ শান্তি রক্ষী অভিযানের" জন্য প্রস্তুতি নেবে ।
তিনি আরো বলেছেন, শাস্তি আরোপ করা এবং পরিবহনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শক্তিশালী ব্যবস্থা নিলে দারফুর সমস্যাকে আরো জটিল হবে । তিনি জোর দিয়ে বলেছেন, চীন , যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ শান্তি ,রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে দারফুর সমস্যা সমাধান করতে সমর্থন করে ।
(ছাও ইয়ান হুয়া)
|