চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়্যু ৬ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন মনে করে যে , বিভিন্ন দেশের পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে তোলা একটি সুষম ও স্থিতিশীল এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এই অঞ্চলের বিভিন্ন দেশের যৌথ স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।
এ দিন এক সংবাদ সম্মেলনে সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ভারতসহ পাঁচটি দেশের যৌথ সামরিক মহড়া প্রসঙ্গে সংবাদাদাতাদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন , বিশ্বেরবর্তমান পরিস্থিতিতে চীন বিভিন্ন দেশের সঙ্গে এক ধরনের নতুন নিরাপত্তা বোধ গড়ে তোলা , পারস্পরিক আস্থা , পারস্পরিক উপকারিতা , সমতা ও সহায়তার ভিত্তিতে সংলাপ ও সহযোগিতা চালানো এবং যৌথ নিরাপত্তা বাস্তবায়ন ও যৌথ বিকাশ ত্বরান্বিত করার পক্ষপাতী । (থান ইয়াও খাং)
|