বাংলাদেশের নরসিংদী জেলার শ্রোতা সুমন সাহা শান্ত তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের বিমানের প্রতীক কি? উত্তরে বলছি, বতর্মানে চীনে বেশ কয়েকটি বিমান পরিবহণ কোম্পানি আছে। প্রত্যেক কোম্পানির নিজ নিজ প্রতীক আছে। কিন্তু চীন আন্তর্জাতিক বিমান পরিবহণ কোম্পানি চীনের জাতীয় বিমান পরিবহণ কোম্পানি।

এই কোম্পানির বিমানের প্রতীক হল চীনের জাতীয় পতাকা অথার্ত পাঁচ তারকা খচিত লাল পতাকা। তা ছাড়া প্রত্যেকটি বিমানে চীনা ভাষায় ' চীন আন্তর্জাতিক বিমান পরিবহণ কোম্পানি ' লেখা আছে।
1 2 3 4
|