৫ সেপ্টেম্বর জাতিসংঘের তথ্য মন্ত্রণালয় এবং বেসরকারী সংস্থার ৬০তম বার্ষিক সম্মেলন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে । এবারের সম্মেলনের প্রধান বিষয় আবহাওয়ার পরিবর্তন নিয়ে আলোচনা করা ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের তথ্য বিষয়ক উপ-মহাসচিব কিইয়ো আকাসাকা একটি ভাষণে বলেছেন, এবারের সম্মেলনে কীভাবে ব্যক্তিগত ও সংস্কারের মাধ্যমে আবহাওয়া পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় সে বিষয়ে আলোচনা হবে । তিনি আশা করেন, সম্মেলনের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের আবহাওয়া পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলার জন্য সহায়ক হবে ।
জাতিসংঘের সাধারণ উপ-মহাসচিব আশা রোজ মিগিরো এদিন বেসরকারী সংস্থাগুলোকে আবহাওয়া পরিবর্তন বিষয়ে জনসাধারণের চিন্তাভাবনাকে উন্নত করার ক্ষেত্রে আরো বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ।
(ছাও ইয়ান হুয়া)
|