চীনের অলৌহ শিল্প জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নিঃসরণের পদক্ষেপ দ্রুততর করছে । ২০১০ সালের শেষ নাগাদ চীনের প্রধান প্রধান অলৌহজাত দ্রব্যের প্রযুক্তিগত ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা বিশ্বের উন্নত মানের প্রায় সমান হবে ।
সম্প্রতি চীনের অলৌহ শিল্প সমিতি জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নিঃসরণ বিষয়ক একটি কার্যক্রম প্রণয়ন করেছে । এই কার্যক্রম অনুযায়ী , পণ্যদ্রব্যের কাঠামো পুনর্গঠন , উত্পাদনের পশ্চাত্পদ ক্ষমতা ছেড়ে দিয়ে জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নিঃসরণের প্রযুক্তি সম্প্রসারিত করা , পুনঃব্যবহার্য অর্থনীতির উন্নয়ন দ্রুততর করা এবং জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নিঃসরণ পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার মাধ্যমে জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নিঃসরণের কাজ ত্বরান্বিত করা হবে ।
২০০৫ সালে চীনে অলৌহ শিল্পের কয়লা ব্যবহারের পরিমাণ দেশের জ্বালানী সম্পদ ব্যবহারের মোট পরিমাণের ৪ শতাংশ হয়েছে । (থান ইয়াও খাং)
|