চীনের শেয়ার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে , শেয়ার বাজারের স্থিতিশীল বিকাশ ত্বরান্বিত করার জন্য চীন বেশ কয়েকটি ব্যবস্থা নেবে ।
সম্প্রতি চীনের শেয়ার বাজার তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান শাং ফু লিন বলেছেন , শেয়ার বাজারের সংস্কার , উন্মুক্তকরণ ও স্থিতিশীল অবস্থা উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে নিরন্তরভাবে শেয়ার বাজার বিষয়ক নীতি প্রণয়নের কাজ জোরদার করতে হবে এবং বাজারের কাঠামো পূর্ণাঙ্গ করে তুলতে হবে । তিনি বলেন , চীন আইন ও আইনবিধি প্রণয়নের কাজ আরো জোরদার করবে, বাজারের সুশৃঙ্খলা ও উদ্ভাবনার ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলবে , শেয়ার বাজারের বহু পর্যায়ের ব্যবস্থা গড়ে তুলবে এবং পুঁজি বিনিয়োগের ঝুঁকি মোকাবেলা করার জন্য পুঁজি বিনিয়োগকারীদের পরামর্শ দেয়ার কাজ জোরদার করবে ।
খবরে প্রকাশ , শেয়ার বাজারের স্থিতিশীল বিকাশকে নিশ্চিত করার জন্য চীনের শেয়ার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি সংশ্লিষ্ট নিয়মবিধি প্রণয়ন করেছে । (থান ইয়াও খাং)
|