সুদান সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন ৫ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে একটি বিবরণী পাঠিয়েছেন । তিনি তার বিবরণীতে বলেছেন , দার্ফুরে জাতিসংঘ ও আফ্রিকা ইউনিয়নের যৌথ শান্তি রক্ষী কার্যক্রমের প্রস্তুতিমূলক কাজ স্থিতিশীলভাবে অগ্রগতি অর্জন করছে ।
তিনি বলেছেন , এই যৌথ শান্তি রক্ষী কর্তব্য সম্পন্ন করতে হলে একটি বিশাল লজিস্টিক সরবরাহ ও পরিসেবার প্রয়োজন । জাতিসংঘ এই সমস্যা কাটিয়ে উঠতে চাইলে বিভিন্ন পক্ষের কার্যকর সহযোগিতা চালানো দরকার । তিনি জাতিসংঘের সদস্য দেশগুলোকে দার্ফুর যৌথ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ও জরুরী সামরিক সাহায্য দেয়ার আহবান জানিয়েছেন । এর পাশাপাশি সুদান সরকার যতোতাড়াতাড়ি সম্ভব এই যৌথ কার্যকলাপ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কাজের সুবিধা দেবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন । (থান ইয়াও খাং)
|