v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-06 18:52:10    
এপেকের ব্যবসায়ীদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট হু চিন থাও'র ভাষণ

cri
    ৬ সেপ্টেম্বর দু'দিনব্যাপী এপেকের ব্যবসায়ীদের শীর্ষ সম্মেলন অস্ট্রেলিয়ার সিডনী থিয়েটারে শুরু হয়েছে । এপেকের সদস্যদেশগুলোর নেতৃবৃন্দ এবং বাণিজ্য ও শিল্প মহলের ব্যক্তিদের সঙ্গে বাণিজ্য ,অর্থনীতির একীকরণ এবং আবহাওয়ার পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক সংলাপ করবেন । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও শীর্ষ সম্মেলনে 'সার্বিক সহযোগিতা ত্বরান্বিত করা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা' শিরোনামে একটি ভাষণে বিশ্ব এবং এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির উন্নয়নের সমস্যার ওপর চীনের মতামত ব্যাখ্যা করেছেন ।

    এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই ভবিষ্যত সৃষ্টি করার জন্য হু চিন থাও ৫টি প্রস্তাবদ দিয়েছেন । বিশ্ব অর্থনীতির সুষম উন্নয়নকে ত্বরান্বিত করা , সুষ্ঠুভাবে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা নেয়া, স্থিতিশীল জ্বালানী সম্পদের সরবরাহ করা , সুষ্ঠুভাবে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা করা এবং বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন ও শিক্ষা ক্ষেত্রকে উন্নত করা ।

    তিনি জোর দিয়ে বলেছেন, এশিয়-মহাপ্রাশান্ত সাগরীয় অঞ্চল ও বিশ্বের টেকসই উন্নয়নের জন্য চীন তার নিজের অবদান রাখবে । তিনি বলেছেন, চীন দৃঢ়ভাবে হাইটেক প্রযুক্তি, সবল আর্থিক আয়, জ্বালানী সম্পদেরকম খরচ, পরিবেশের কম দুষণ এবং চমত্কার কর্মী ব্যবহার করার মাধ্যমে নতুন ধরনের শিল্পায়নের পথে  চলে, টেকসই উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ উত্পাদন ও ক্রেতার পদ্ধতি প্রতিষ্ঠা করা । চীন অব্যাহতভাবে পারস্পরিক উপকারিতামূলক সম্মিলিত স্বার্থ অর্জন করার উন্মুক্ত কৌশল প্রণয়ন করবে, ন্যায়বিচার, প্রকাশ্য, যুক্তিযুক্ত ও বৈষম্যহীন বহুপক্ষীয় বানিজ্যিক নীতির প্রণয়নকে সমর্থন করবে । পারস্পরিক সম্মান ও সম্মিলিত স্বার্থ অর্জন করার ভিত্তিতে এপেকের বিভিন্ন সদস্যসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে আরো ঘনিষ্ঠ আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক ।

    আবহাওয়ার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেছেন, চীন সরকার জ্বালানী সম্পদ উন্নত করা, জ্বালানী সম্পদের কাঠামো পরিবর্তন করা, পরিবেশ সংরক্ষণ জোরদার করা, লোকসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণ করা এবং আইন প্রণয়ন ত্বরান্বিত করাসহ ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে । তিনি বলেছেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনের সম্মুখীন সমস্যায় সক্রিয় অবদান রাখবে ।

    পণ্যদ্রব্যের গুণগতমান ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেছেন, চীন রপ্তানী পণ্যদ্রব্যের গুণগতমান ও নিরাপত্তার ওপর গুরুত্ব দেয় । পণ্যদ্রব্যের উত্পাদন, পরিবহন, আমদানী ও রপ্তানীসহ বিভিন্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে আইন প্রণয়ন, আইন কার্যকর, তত্ত্বাবধান ও পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন সরকার সুষ্ঠুভাবে নিজের দায়িত্ব পালন করে পণ্যদ্রব্যের গুণগতমান ও নিরাপত্তা সুনিশ্চিত করবে । চীন বিভিন্ন পক্ষের সঙ্গে পণ্যদ্রব্যের গুণগতমান ও নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতাকে সম্প্রসারণ ,যোগাযোগ ও বিনিময় জোরদার করে সম্মিলিতভাবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পণ্যদ্রব্যের গুণগতমান ও নিরাপত্তার মান উন্নত করতে ইচ্ছুক ।

    (ছাও ইয়ান হুয়া)