৬ সেপ্টেম্বর চীনের কৃষি মন্ত্রণালয়ের এক খবরে জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে চীনের কৃষি পণ্যদ্রব্যের আমদানী ও রপ্তানীর মূল্য ৪২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৮ শতাংশ । কৃষি পণ্যদ্রব্যের বাণিজ্যিক ঘাঁটতি প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার ।
জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে চীনের ধান রপ্তানী ব্যাপকাকারে বৃদ্ধি পেয়েছে, আমদানীও অনেক কমেছে । পশু পণ্যদ্রব্যের বাণিজ্যিক ঘাঁটতি অনেক বেড়েছে, পণ্যদ্রব্যের বাণিজ্যের পরিমাণ অনেক বেড়েছে । পরিসংখ্যানে জানা যায় যে, প্রথম ৭ মাসে উত্তর আমেরিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ হল চীনা কৃষি পণ্যদ্রব্যের প্রধান আমদানী বাজার ।
গত বছর চীনের কৃষি পণ্যদ্রব্যের মোট বাণিজ্যিক মূল্য ৬৩ বিলিয়নেরও বেশি মার্কিন ডলার ছিল এবং কৃষি পণ্যদ্রব্যের ঘাঁটতি ছিল ৬৭ কোটি মার্কিন ডলার ।
(ছাও ইয়ান হুয়া)
|