এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ১৯তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ৬ সেপ্টেম্বর সিডনিতে শেষ হয়েছে। সম্মেলনে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে আর্থ-বাণিজ্যিক সংস্কারের মাধ্যমে এ অঞ্চলের একীকরণের প্রক্রিয়া দ্রুততর করা, দোহা আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণের নিরাপত্তার সুরক্ষা কাজ জোরদার করা এবং এপেক সংস্থার সংস্কার অব্যাহতভাবে গভীর করার আহ্বান জানানো হয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি এবং বাণিজ্যমন্ত্রী বো সি লাই সম্মেলনের মূল বিষয় নিয়ে চীনের অবস্থা ব্যাখ্যা করেছেন।
এবারের সম্মেলন৫ সেপ্টেম্বর সিডনিতে শুরু হয়েছে। দু'দিনব্যাপী সম্মেলনে ২১টি সদস্য দেশের প্রতিনিধিগণ "সদস্য দেশগুলোর উন্নয়ন জোরদার করা ও টেকসই উন্নয়নের ভবিষ্যত সৃষ্টি করা" প্রসঙ্গ নিয়ে ব্যাপক আলোচনা করেছেন।(পান্না)
|