জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ৫ সেপ্টেম্বর জেনিভায় প্রকাশিত "২০০৭ সালের বাণিজ্য ও উন্নয়নের রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি গত শতাব্দীর ৭০ দশক থেকে উন্নয়নমুখী দেশগুলোর সবচেয়ে সুবিধাজনক সময়ে অবস্থিত। যার ফলে উন্নয়নমুখী দেশগুলোর সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য ভালো সুযোগ সৃষ্টি হবে।
রিপোর্টে বলা হয়েছে, ২০০৭ সাল থেকে বিশ্বের অর্থনীতি একটানা পাঁচ বছর উন্নয়নের প্রবণতা বজায় রাখবে বলে অনুমান করা হচ্ছে। স্বল্পোন্নত দেশসহ উন্নয়নমুখী দেশগুলো আন্তর্জাতিক বাজার প্রাথমিক পণ্যদ্রব্যের চাহিদা পুরণে সক্ষম হবে। চীন ও ভারত পরবর্তী কয়েক বছরে তাদের উন্নয়নের প্রবণতা বজায় রাখবে।
উল্লেখ্য, রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের অর্থনীতি ভারসাম্যহীণ উন্নয়নের অবস্থায় রয়েছে।
|