 চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৫ সেপ্টেম্বর সিডনি পৌঁছে তাঁর অস্ট্রেলিয়া সফর অব্যাহত রেখেছেন। তিনি সেখানে আয়োজিত এপেকের ১৫তম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ।
সিডনি সফরকালে হু চিন থাও ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন ভিনস্টন হাওয়ার্ডের মধ্যে বৈঠক হবে । তিনি এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন এপেকের শিল্প-বাণিজ্যক কাউন্সিলের প্রতিনিধি ও নেতৃবৃন্দের আলোচনা সভা এবং এপেকের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বাণিজ্যিক শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন ।
৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ক্যানবেরায় চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পীকার ড্যাভিড হকার ও সিনেটের স্পীকার অ্যালেন ফারগুসন বৈঠক করেছেন ।
হু চিন থাও বলেছেন , চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে । দু'দেশের আইন সংস্থার বিনিময়ও সুষ্ঠু । তা দু'দেশের জনগণের মৈত্রীকে জোরদার এবং দু'দেশের সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক সম্প্রসারণের জন্য ইতিবাচক অবাদন রেখেছে ।
হকার বলেছেন , অস্ট্রেলিয়া ও চীনের সম্পর্কের উন্নয়নের ভবিষ্যত উজ্জ্বল । চীন অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হবে । তিনি আশা করেন দু'দেশের সম্পর্ক আরো উন্নত হবে । তিনি জোর দিয়ে বলেছেন , অস্ট্রেলিয়া দৃঢ়ভাবে একচীন নীতিতে অবিচল থাকবে । এ নীতির কোনো পরিবর্তন হবে না ।
ফারগুসন বলেছেন , গত কয়েক বছরে চীনের জাতীয় গণ কংগ্রেস ও অস্ট্রেলিয়ার সংসদের ঘনিষ্ঠ বিনিময় বজায় রয়েছে । তিনি আশা করেন , দু'দেশের আইন সংস্থা দু'দেশের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে । (শুয়েই ফেই ফেই)
|