৪ সেপ্টেম্বরসৌদি আরবের অর্থনীতি পত্রিকার খবরে বলা হয়েছে , উপসাগরীয় অঞ্চলের আরবদেশগুলোর সহযোগিতা কমিটি গাল্ফ কোঅপারেশন কাউন্সিলেরসদস্য দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন , গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের উচিত চীনের সঙ্গে মুক্তবাণিজ্য এলাকা সম্পর্কিত বৈঠক প্রক্রিয়া তরান্বিত করা । যাতে দ্বিপাক্ষীক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা যায় ।
সংযুক্ত আরব আমিরাতে চীন-মধ্য প্রাচ্য অর্থবিনিয়োগ ফোরামে অংশগ্রহণকারী গাল্ফ কোঅপারেশন কাউন্সিলেরকর্মকর্তা এবং বিশেষজ্ঞরা মনে করেন যে , গাল্ফ কোঅপারেশন কাউন্সিলএবং চীনের মধ্যে যখন মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠিত হয় তখন দ্বিপাক্ষীক বাণিজ্যমূল্য অল্প সময়ের মধ্যেই ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে ।
১৯৮১ সালে প্রতিষ্ঠিতগাল্ফ কোঅপারেশন কাউন্সিলসৌদি আরব , কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইন সহ ৬টি আরব দেশ নিয়ে গঠিত । ২০০৫ সালের এপ্রিল মাসে গাল্ফ কোঅপারেশন কাউন্সিল এবং চীনের মধ্যে মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠা করা সম্পর্কে প্রথম দফা বৈঠক হয়েছে । দুপক্ষের মধ্যে পণ্যবাণিজ্য,শুল্কমওকুঢ,প্রকৌশলসহযোগিতা ও পরস্পরের অর্থবিনিয়োগ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।
|