জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার ৪ সেপ্টেম্বর বলেছেন , এশিয়ার অর্থনীতির টেকসই ও দ্রুত প্রবৃদ্ধির ক্ষেত্রে বাণিজ্য সংরক্ষণবাদ ও বিচ্ছিন্নতাবাদ নীতি অবলম্বন করতে হবে না ।
এ দিন জার্মানীর কূটনীতিক ও শিল্পপতিদের একটি আলোচনা সভায় তিনি বলেছেন , বাণিজ্য সংরক্ষণবাদ অবলম্বন করলে অত্যন্ত ভয়ঙ্কর প্রবণতা হতে পারে । তিনি জোর দিয়ে বলেন , বিশ্বের প্রথম বৃহত্তম রফতানিকৃত দেশ হিসেবে জার্মানী সর্বপ্রথম বাণিজ্য সংরক্ষণবাদের জন্য ডেকে আনা নেতিবাচক প্রভাবের শিকার হবে ।
আলোচনা সভায় জার্মানীর অর্থমন্ত্রী পিয়ার স্টেইনব্রুয়েক বলেছেন , জার্মানী বিশ্বায়নের মাধ্যমে উপকৃত হচ্ছে । বাণিজ্য সংরক্ষণবাদ নীতিতে জার্মানীর মৌলিক স্বার্থ ক্ষুন্ন হবে । (থান ইয়াও খাং)
|