চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের উপপরিচালক লিয়াং সু ৫ সেপ্টেম্বর সাংহাইতে বলেছেন , আন্তর্জাতিক খনি শিল্প ও চীনের ইস্পাত ও লৌহ শিল্পের উচিত সাফল্যজনক সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা, তথ্য বিনিময় জোরদার এবং বাজারের স্বচ্ছতা উন্নত করা ।
" লৌহ আকরিক বাজার সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে" লিয়াং সু বলেছেন , আন্তর্জাতিক লৌহ আকরিক বাজারের চাহিদা ও সরবরাহ মোটামুটি ভারসাম্যতা বজায় রয়েছে । চীনের বাজার থেকে দেখতে গেলে এ বছরের প্রথমার্ধে অভ্যন্তরের লৌহ আকরিকের উত্পাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি টন। আমদানি করেছে ১৮ কোটি টন । সরবরাহের মোট পরিমাণ মোটামুটি ইস্পাত-লৌহশিল্পের উন্নয়নের চাহিদাকে মেটাতে সক্ষম হয়েছে ।
লিয়াং সু বলেছেন , চীনের ইস্পাত-লৌহ শিল্পের উন্নয়ন আন্তর্জাতিক খনি শিল্পের বিকাশকে তরান্বিত করেছে । আন্তর্জাতিক খনি শিল্পের শিল্পপতিরা চীনে বিশাল বাজার পেয়েছেন । পণ্যদ্রব্যের উঠানামা অস্বাভাবিক হলে চীনের ইস্পাত-লৌহ শিল্পের উন্নয়নে প্রতিকূলতা দেখা দেবে এবং খনি শিল্পের স্বার্থেরওক্ষতিসাধন হবে ।
|