চীনের ভাইস প্রেসিডেন্ট জেন ছিন হং ৪ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, চীন ও জাপান দু'দেশের নেতৃবৃন্দের মধ্যে মতৈক্য বাস্তবায়ন করা, সঠিকভাবে সংশ্লিষ্ট সমস্যার সমাধান করা এবং চীন-জাপান সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য চীন জাপানের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাবে। চীন সফররত জাপানের যুব নেতা দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, মৌলিকভাবে বলতে গেলে বতর্মানেদু'দেশের সম্পর্ক ভালোইযাচ্ছে। গত বছরের অক্টোবরমাসে আবে সিনজো চীন সফর করার পর দু'দেশের সম্পর্ক ভাল দিকগুলো বিশকিত হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওর জাপান সফরের পর , দু'দেশের সম্পর্ক উন্নয়নের প্রবণতা আরও সুসংবদ্ধ হয়েছে। যার ফলে চীন-জাপান সম্পর্কেরসুষ্ঠ উন্নয়ন সুত্রপাত হয়। কিন্তু কিছু দিন আগে জি ৮ ও উন্নয়নশীন দেশসমূহের সংলাপ অধিবেশন চলাকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং জাপানের প্রধান মন্ত্রীআবে সিনজোর মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে।
সাক্ষাতকালে জাপানের প্রতিনিধি দলের নেতা আনামি কোরেসিগে বলেছেন, অর্থনীতি ও সমাজ গঠন ক্ষেত্রে চীন লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিনিধি দলের সকল সদস্য চীন-জাপান সম্পর্কের উন্নয়ন আরও ত্বরান্বিত করতে এবং দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক উপকারিতাসূলক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
|