|
 |
(GMT+08:00)
2007-09-05 16:54:18
|
একুশের গান
cri
সকাল বেলায় পথের ধারে
রক্ত ঝরে লাল
রক্তে এবার মাকড়ষারা
বুনল রঙিন জাল।
রক্ত পড়ে অশ্রু ঝরে
লাল যে সারি সারি
হৃদয় পটে রক্তে লেখা
একুশ ফেব্রুয়ারী।
জীবন দিলেও দেয়নি ওরা
এই দেশেরই মান
বাংলা মায়ের আঁচল তলে
রফিক, শফিক নাম।
হাজার খেয়ার মাঝে ওদের
একটি সোনার তরী
হৃদয় পরে রক্তে লেখা
একুশ ফেব্রুয়ারী।
একুশ মানে দপ্তি কন্ঠে
ক্ষীপ্ত উচ্চারন
একশ মানে রক্তে লেখা
প্রথম ব্যাকরণ।
একুশ মানে জেগে ওঠা
শত বাধা ছাড়ি
হৃদয় পটে রক্তে লেখা
একুশে ফেব্রুয়ারী।
আমার ভাইয়ের আমার মায়ের
আমার বোনের ত্যাগের শোকের
একুশ ফেব্রুয়ারী।
জাগায় নতুন গান।
মুক্ত পথের মুক্তি সেনা
একুশ তাদের নাম
আমার ভায়েরা প্রাণ দিয়েছে
জীবন দিয়েই দাম রেখেছে।
একুশ তোমায় জানাই সালাম
ভুলতে কীগো পারি
হৃদয় পটে রক্তে লেখা
একুশে ফেব্রুয়ারী।
---বাংলাদেশের রাজশাহী জেলার কুয়ালেটি ডি এক্স লিসনার্স ক্লাবের সভাপতি মো: মাওদুদ হোসেন(মনা)
|
|
|