কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী মারাত তাঝিন ৪ সেপ্টেম্বর রাজধানী আস্তানায় বলেছেন, কাজাখস্তান ইসলামী বিশ্ব ও পশ্চিমা দেশগুলো ইসলাম ধর্মের মূল্যবোধসহ বিভিন্ন বিষয় নিয়ে সংলাপ আয়োজনের উদ্যোগ নেবে।
এদিন আয়োজিত "মধ্য এশিয়ার ইসলামী সভ্যতা" সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেছেন, সংলাপের মাধ্যমে তথাকথিত ইসলামের ওপর হুমকি দূরী করণের বিষয়টি কাজাখস্তান সমর্থন করে।
|