অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড সিডনিতে বলেছেন , অষ্ট্রেলিয়া বর্তমানে ইরাকে মোতায়েন তার সৈন্যবাহিনীকমানোর কথা বিবেচনা করবে না ।
তিনি বলেছেন , ইরাকী মানুষের নিজেদের পরিচালনা করার ক্ষমতা বস্তুগতভাবে উন্নত হয়েছে তার প্রমাণ পাওয়ার আগে অষ্ট্রেলিয়াকে তার বর্তমান অবস্থা বজায় রাখতে হবে । তিনি বলেছেন , অষ্ট্রেলিয়াবাহিনী নিরাপত্তার নিশ্চয়তা বিধানের পাশাপাশি প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ সাহায্য করছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানবিক কাজে সহায়তা দিচ্ছে ।
এদিন রাতে মার্কিন প্রেসিডেন্ট বুশ সিডনি পৌঁছে হাওয়ার্ডের সঙ্গে বৈঠক করেন এবং এ সপ্তাহের শেষ দিকে অনুষ্ঠিতব্যএপেকের নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেবেন । ইরাকের পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়ার নেতৃবৃন্দের বৈঠকের একটি আলোচ্য বিষয় হবে ।
|