চীন লেবাননে যাওয়া দ্বিতীয় দফার শান্তি রক্ষী বাহিনীর প্রথম দলের ১৭০জন কর্মকর্তা ৪ সেপ্টেম্বর চীনে ফিরে এসেছেন। অন্য ১৬৫জন কর্মকর্তা ১৪ সেপ্টেম্বর ফিরে আসবেন।
২০০৭ সালের জানুয়ারীতে লেবাননে প্রবেশ করা থেকে শুরু করে বোমা ও স্থল মাইন অকার্যকর করা, সড়ক নির্মাণ করা ও চিকিত্সা ক্ষেত্রে তারা শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছেন এবং লেবাননে জাতিসংঘের অস্থানীয় বাহিনী, অন্য দেশের শান্তি রক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের প্রশংসা ও সম্মান পেয়েছেন।
|