চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৪ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যৌথভাবে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা এবং চীন-মার্কিন সম্পর্ককে রক্ষা করবে বলে চীন আশা করে ।
এদিন এক সংবাদ সম্মেলনে চিয়াং ইয়ু বলেছেন , দুদেশের দুই রাষ্ট্রপ্রধান এপেক চলাকালে বৈঠকে মিলিত হবেন । এটা চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন । স্বাধীন তাইওয়ান পন্থীদের প্রয়াস রোধ করা তাইওয়ান প্রণালী ও এশিয়া-প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের সঙ্গেও তা সঙ্গতিপূর্ণ । যুক্তরাষ্ট্র নিষ্ঠার সঙ্গে এক চীন নীতি এবং তিনটি যুক্ত ইস্তাহার মেনে চলবে বলে চীন আশা করে ।
|