v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-04 19:27:22    
চীনের আদালতে সার্বিকভাবে গণ জুরি ব্যবস্থা বাস্তবায়িত হয়

cri
    ১৯৫৪ সালে প্রণীত চীনের সংবিধানে নির্ধারিত হয়েছে যে , মামলা বিচারের সময় গণ আদালতকে আইন অনুযায়ী জুরি ব্যবস্থানিতে হবে । এর পর থেকে গণ জুরি ব্যবস্থা চীনা জনসাধারণের গণতান্ত্রিক অধিকার পালন করার , রাষ্ট্র শাসনে এবং আইনগত বিষয়ে অংশ নেয়ার প্রধান পদ্ধতিতে পরিণত হয়েছে । বাস্তবঅনুশীলন থেকে দেখতে গেলে যে মামলার বিচারে জুরিগণ অংশ নিয়েছেন তার ৮০ শতাংশ সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বেশির ভাগ পক্ষইবিচারের ফলাফলে সন্তুষ্ট। যার ফলে সামাজিক দ্বন্দ্বসর্বাধিকভাবে নিরসন হয় । সুষম সমাজের স্থিতিশীলতার উন্নয়নে গণ জুরি ব্যবস্থা ইতিবাচক ভূমিকা পালন করেছে ।

    ৩ সেপ্টেম্বর চীনের আদালতের গণ জুরির প্রথম কর্ম অধিবেশনে চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও আইনগত বিষয়ক কমিটির সম্পাদক লো কান স্পষ্টভাষায় উল্লেখ করেছেন, গণ জুরি ব্যবস্থা চীনের একটি গুরুত্বপূর্ণ সমাজতান্ত্রিক গণতন্ত্রেররাজনৈতিক ব্যবস্থা । তিনি বলেছেন, যাতে ব্যাপক জনসাধারণ গণ জুরি হিসেবে মামলার বিচারে অংশ নিতে পারেন , বিচারপতির সঙ্গে যৌথভাবে রাষ্ট্রীয় বিচার অধিকার পালন করতে পারেন তার জন্য গণ জুরি ব্যবস্থা চালু করা হয়েছে । এ থেকে পুরোপুরিভাবে চীনের জনগণের গণতান্ত্রিক একনায়ক্তের রাষ্ট্রীয় প্রকৃতি অভিব্যক্ত হয়েছে । এটা যেমন সমাজতান্ত্রিক গণতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থা পরিপূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ বিষয় তেমনি জনগণের রাষ্ট্রের মালিক হওয়া এবং আইন অনুযায়ী রাষ্ট্র শাসন করা বাস্তবায়ন করার ক্ষেত্রেএকটিগুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

    ২০০৫ সালের ১ মে গণ জুরি ব্যবস্থাসম্পর্কিত প্রথম আইন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । চীনের গণ জুরি ব্যবস্থার নির্মাণে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে ।

    চাও ওয়েইচুং একজন বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার । তিনি ১৯৯৬ সাল থেকে সেনসি প্রদেশের সিআন শহরের সিনছেন বিভাগের গণ আদালতে জুরির দায়িত্ব পালন করছেন । গত ১০ বছরে তিনি পরপর ফৌজদারী এবং দেওয়ানী মামলা সহ নানা ধরণের মামলার বিচারে অংশ নিয়েছেন । ৩৮০টি মামলার মধ্যে একটিতেও ভুল হয়নি । গণ জুরির দায়িত্ব সম্পর্কে তার নিজের অভিজ্ঞতা রয়েছে । তিনি বলেছেন , আমি যে মামলার বিচারে অংশ নিয়েছি বিচারপতিরা মামলার সঙ্গে জড়িত দুপক্ষের অনুরোধ ও প্রমাণগুলোকে একটা একটা করে পরীক্ষা এবং বিশ্লেষণ করে চূড়ান্তভাবে রায় দেন । অবশেষে সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত মেনে চলার নীতি অনুসারে রায়টির ওপর ভোট নেয়া হয় । জুরিদের ভোট দেয়ার সমান অধিকার রয়েছে । গণ জুরি ব্যবস্থা আইনের সামাজিক আস্থাকে উন্নত করেছে ।

    জানা গেছে , গত বছরের শেষ নাগাদ সারা চীনে চাও ওয়েইচুংয়ের মতো গণ জুরির সংখ্যা ছিল ৫৫ হাজার । তাদের গুণগতমান ভাল এবং ব্যাপক প্রতিনিধিত্ব রয়েছে । বিগত দু বছরে তারা মোট ৬.৫ লাখ মামলার বিচারে অংশ নিয়েছেন । এটা সাধারণ মামলার ২০ শতাংশ ।

    চীনের সর্বোচ্চ গণ আদালতের মহা পরিচালক সিয়াও ইয়াং এবারের অধিবেশনে বলেছেন , গণ জুরি ব্যবস্থা ন্যায়সংগত, কার্যকর ও মর্যাদাপূর্ণ সমাজতান্ত্রিক আইনগত ব্যবস্থার একটি বিশেষ অংশ । তিনি বলেছেন , জুরিগণ ইউনিফর্ম না পরা বিচারপতি । তারা গণ বিচারপতির সঙ্গে সমান অধিকার ভোগ করেন । তারা মামলা বিচারের সমগ্র প্রক্রিয়ায় অংশ নেন । এটা আরও সুষ্ঠভাবে প্রকাশ্যে বিচার করার নীতি কার্যকর করে রায় প্রক্রিয়ার স্বচ্ছলতা জোরদার করা যায় । এটা বিচারের কাজ সম্পর্কে জানার ব্যাপারে জনসাধারণের পক্ষে এবং আইনের পক্ষে সহায়ক হবে ।

    সিয়াও ইয়াং বলেছেন, পরবর্তীকালে আদালত নির্দিষ্টভাবেগণ জুরি প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলবে, সক্রিয়ভাবে গণ জুরি পরীক্ষা ব্যবস্থার ওপর গবেষণা করবে এবং জুরিদের ড়দায়িত্ব পালনের দক্ষতা উন্নত করবে ।