ফিনল্যান্ডের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , ৩রা সেপ্টেম্বর ফিনল্যান্ডে ইরাকের শিয়া ও সুন্নি সম্প্রদায়ের ৪দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে ।
এবারের বৈঠক ৩১ আগস্ট হেলসিংকির কাছাকাছি একটি এলাকায় শুরু হয় । বৈঠকে বর্তমানে ইরাকের সাম্প্রদায়িক সংঘর্ষ নিরসনের বিষয়ে আলোচনা করা হয় ।
খবরে প্রকাশ , ইরাকের শিয়া ও সুন্নি সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ এই বৈঠকে অংশ নিয়েছেন । বৈঠকের স্বাগতিক দেশ , ফিনল্যান্ডের প্রাক্তন প্রেসিডেন্ট মার্টি আহতিসারির নেতৃত্বাধীন বেসরকারী প্রতিষ্ঠানের সংকট নিরসন বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে , এবারের বৈঠকটি আলোচনা সভা হিসেবেই আয়োজন করা হয় । বৈঠকের উদ্দেশ্য হচ্ছে উত্তর আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার শান্তি প্রক্রিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরাকের শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যেকার অমীমাংসিত ধ্বংসাত্মক কার্যকলাপের অবসান ঘটানো । (থান ইয়াও খাং)
|