চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান ছেন তে মিন ৪ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন পুনঃব্যবহার্য জ্বালানী সম্পদের সদ্ব্যবহার আরো জোরদার করার ব্যবস্থা নেবে । ২০১০ সালের মধ্যে চীনের সকল জ্বালানী ব্যবহারের মধ্যে পুনঃব্যবহার্য জ্বালানী সম্পদের সদ্ব্যবহারের হার ১০ শতাংশে দাঁড়াবে । ২০২০ সালে এই অনুপাত ১৫ শতাংশ হবে ।
তিনি বলেছেন , এই সব ব্যবস্থার মধ্যে পণ্য মূল্য কমানো , বায়ু শক্তিসম্পদ, সৌর শক্তি ও মিথেন গ্যাসের ব্যবহারে উত্সাহ দেয়া , কর আদায়ের ব্যাপারে সুবিধাজনক নিয়মবিধি প্রণয়ন , পুনঃব্যবহার্য জ্বালানী ব্যবহারের জন্য উপযুক্ত ভর্তুকী দেয়া , সৌর শক্তি সদ্ব্যবহার বিষয়ক বাজার সম্প্রসারিত করা , এ ক্ষেত্রে গবেষণা , শিক্ষা ও যোগ্য কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে অর্থ বরাদ্দ বাড়ানো এবং নাগরিকদের চেতনা বাড়ানোর জন্য প্রচার কাজ জোরদার করা সহ বিবিধ ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে ।
বর্তমানে চীনের সকল জ্বালানী ব্যবহারের মধ্যে পুনঃব্যবহার্য জ্বালানী সদ্ব্যবহারের হার ৮ শতাংশ হয়েছে । (থান ইয়াও খাং)
|