চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ মহা পরিচালক বি চিন শিয়েন ৪ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, চীনের বতর্মান অর্থনীতিঅনুযায়ী, চাহিদা ও সরবরাহের ভারসাম্য অপরিবর্তিত রয়েছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়েলয়ের আয়োজিত এক প্রেস ব্রিফিংএ তিনি বলেছেন, সম্প্রতি চীনের কোন কোন এলাকায় পণ্যদ্রব্যেরঅভাবে দাম বৃদ্ধি পেয়েছে। যেমন মাংস ও অপ্রধান খাদ্যসহ জিনিপত্রের দাম বেড়েছে। কিন্তু মৌলিকভাবে বলতে গেলে পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি নাগালের বাইরে যায়নি। কোন মূদ্রাস্ফীতি দেখা দেয়নি। সুতরাং চীনে দ্রব্যের দামের ক্ষেত্রেমোটামুটিভাবে স্থিতিশীলতা বজায় রয়েছে।
|