৪ সেপ্টেম্বর পূর্ব চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত একটি বাণিজ্য বিষয়ক উচ্চ পর্যায়ের ফোরাম সূত্রে জানা গেছে , চীন পণ্যদ্রব্যের গুণগতমানের বৈদ্যুতিক তত্ত্বাবধান ব্যবস্থা দ্রুত করছে । এখন পর্যন্ত দেশের ২০ হাজারেরও বেশি শিল্প প্রতিষ্ঠান এ ব্যবস্থায় অন্তর্ভূক্ত করা হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় গুণগতমান তত্ত্বাবধান ও পরীক্ষা ব্যুরোর উপ প্রধান ফু ছাং ছেং জানিয়েছেন , পণ্যদ্রব্যের উত্পাদন তত্ত্বাবধান ও নকল পণ্যদ্রব্য দমনের জন্য সংশ্লিষ্ট বিভাগ আধুনিক তথ্য ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে এ তত্ত্বাবধান ব্যবস্থা গড়ে তুলেছে । এ ব্যবস্থা প্রধানত খাদ্য , কৃষি সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের তত্ত্বাবধান করছে । অনুমান করা যায় , ২০১০ সালের শেষ নাগাদ চীনের যে পণ্যদ্রব্য এ ব্যবস্থার মাধ্যমে যোগ্য বলে বিবেচিত হবে , সে সব পণ্যদ্রব্যই রাষ্ট্রীয় ক্ষেত্রে অন্তর্ভূক্ত করা হবে । ক্রেতা টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমে পণ্যদ্রব্যের সংশ্লিষ্ট তথ্য পেয়ে যাবেন । (শুয়েই ফেই ফেই)
|