v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-04 10:08:10    
চীন প্রাচীন পুথিপত্র সংরক্ষণের কাজ জোরদার করছে

cri
    চীন অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও উত্তরাধিকারের দিকেও ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছে । কিছু দিন আগে চীনের জাতীয় প্রাচীন পুথিপত্র কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । এটা হল ঐতিহ্যিক সংস্কৃতি সংরক্ষণের একটি নতুন পদক্ষেপ। বিশেষজ্ঞদের ধারণা , দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাচীন পুথিপত্র নতুন কাঠামোতে আরো ভালোভাবে সংরক্ষিত হবে ।

    প্রাচীন পুথিপত্রের মানদণ্ড বিভিন্ন দেশে একই নয় । চীনে সাধারণত ১৯১১ সালের আগে অর্থাত সামন্ততান্ত্রিক সমাজের অবসানের আগে প্রকাশিত বইপত্রকে প্রাচীন পুথিপত্র বলা হয়। এ সব পুথিপত্রের মধ্যে রয়েছে হাতে লেখা বই ও খোদাই করা বইপত্র । প্রাচীন পুথিপত্রগুলোর মধ্যে যে সব বইয়ের সংখ্যা কম , বইয়ে লিপিবদ্ধ মূল্য বেশি ,এ সব পুথিপত্রগুলোকে সানপেন বলা হয়।

       চীনের জাতীয় গ্রন্ধাগার নতুন প্রতিষ্ঠিত জাতীয় প্রাচীন পুথিপত্র সংরক্ষণ কেন্দ্রের অধীনে রয়েছে । জাতীয় গ্রন্থাগার হল চীনের বৃহত্তম প্রাচীন পুথিপত্র সংগ্রহ সংস্থা । এই গ্রন্থাগারে বিভিন্ন ধরনের কয়েক মিলিয়ন প্রাচীন পুথিপত্র সংরক্ষণ রয়েছে । কোনো কোনো প্রাচীন পুথিপত্রের ইতিহাস এক হাজার বছরেরও বেশি । জাতীয় গ্রন্থাগার ছাড়াও বিভিন্ন প্রদেশ ও জেলা পর্যায়ের গ্রন্থাগারেও প্রাচীন পুথিপত্র সংরক্ষিত রয়েছে। দুঃখের বিষয় হল চীনে  প্রাচীন পুথিপত্রের নামের তালিকা এখনও তৈরী করা হয় নি ।

   প্রায় ৭০ বছর বয়সের লি চি চুং চীনের নামকরা প্রাচীন পুথিপত্র বিশেষজ্ঞ । তিনি দীর্ঘকাল ধরে পুথিপত্র গবেষণার কাজ করেন । তিনি অনেক বছর আগে থেকেই বিক্ষিপ্তভাবে  থাকা প্রাচীন পুথিপত্রের জরীপ এবং সংরক্ষণের একীভূত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন । এখন এই গুরুত্বপূর্ণ কাজের সময়সূচী তৈরী করা হয়েছে । পরিকল্পনা অনুযায়ী , সমগ্র দেশে প্রাচীন পুথিপত্র জরীপের কাজ এ বছরের মধ্যে শুরু হবে । এ খবর পেয়ে তিনি খুব খুশি । তিনি বলেছেন , চীনের ইতিহাসে মূল্যবান প্রাচীন পুথিপত্র হারানোর অবস্থা গুরুতর। তাই প্রাচীন পুথিপত্র সংরক্ষণের জরুরী ব্যবস্থা নিতে হবে । চীনের অর্থমন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে ,সংরক্ষিত মূল্যবান পুথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করা ,সংরক্ষণের পরিবেশ উন্নত করা এবং পুনরানয়ন ব্যবস্থা নেয়া হবে । এর সঙ্গে সঙ্গে গবেষণা কর্মীদের মূল্যবান পুথিপত্র গবেষণার সুযোগ দিতে হবে ।

    নতুন শতাব্দী প্রবেশের পর চীন সরকার সাহিত্য , দশর্ন , ইতিহাস , প্রযুক্তি , আইন ও সংখ্যালঘু জাতির সংস্কৃতি সম্পর্কিত প্রায় দশ হাজারটি পুথিপত্র সংরক্ষণের জন্য পুরনানয়ন ও আলোকচিত্রপ্রকাশের ব্যবস্থা নিয়েছে । ২০০২ সালে সরকারের আর্থিক সাহায্যে সংশ্লিষ্ট বিভাগ কিছু মূল্যবান পুথিপত্র পুনরানয়ন করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুথিপত্রের আলোকচিত্র প্রকাশ করেছে । এ কাজের দায়িত্বশীল কর্মকর্তা ছেন হোন ইয়েন বলেছেন , প্রথম কিস্তিতে আমরা মোট ৩২টি পুথিপত্র পুনরানয়ন করে কপি করে প্রকাশ করেছি । চীনের থান ,সুং , চিং ,ইউয়েন ,মিং ও ছিং রাজবংশের ইতিহাস সম্পর্কিত পুথিপত্রের পুনরানয়ন ও কপি করে ছাপার কাজ সম্পন্ন হয়েছে । এ কাজ বিশেষজ্ঞদের প্রশংসা পেয়েছে ।

    ছেন হোন ইয়েন বলেছেন , বিশেষজ্ঞরা মোট ৭শ'টি প্রাচীন পুথিপত্র বেছে নিয়েছেন । কিন্ত্তু চীন এখন প্রতি বছর মাত্র ২০০টি পুথিপত্র পুনরানয়ন ও তার আলোকচিত্র প্রকাশ করতে পারে , এর একটি বড় কারণ হল পুথিপত্র পুনরানয়নের কর্মীর অভাব।

    জানা গেছে , পুথিপত্রগুলো অনেক বছরের পুরনো বলে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে । পুথিপত্র পুনরানয়নের কাজ হাতে করতে হয়। এ কাজ সময়সাপেক্ষ কাজ । একটি ক্ষতিগ্রস্ত পুথিপত্র পুনরানয়ন করতে ছ' মাস থেকে এক বছরেরও বেশি সময় লাগে । চীনের বিখ্যাত পুথিপত্র বিশেষজ্ঞ লি চি চুন বলেছেন , চীনের পুথিপত্র পুনরানয়ন কর্মী সংখ্যা মাত্র এক শ'র মতো । বিপুল পরিমান প্রাচীন পুথিপত্রের পক্ষে এ সংখ্যা অত্যন্ত নগন্য ।

    চীনের প্রাচীন পুথিপত্র সংরক্ষণ কেন্দ্রের প্রধান চান ফা রুই বলেছেন ,কেন্দ্রের প্রধান দায়িত্ব হল চীনের সংস্কৃতির উত্তরাধিকার বজায় রাখা । আমাদের কেন্দ্রের প্রধান তিন কাজ হল প্রাচীন পুথিপত্র জরীপ করা ও পুথিপত্রের নামের তালিকা তৈরী করা , পুথিপত্র পুনরানয়নের কাজ তরান্বিত করা ও পুথিপত্র পুনরানয়নের মান উন্নত করা এবং পুথিপত্র প্রকাশনা ও গবেষণার কাজ জোরদার করা ।তিনি বলেছেন , অদূর ভবিষ্যতে চীনে প্রাচীন পুথিপত্র গ্রন্থাগার প্রতিষ্ঠিত হবে , পাঠকরা পুথিপত্রের ফটোকপি পড়তে পারবেন ।