v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-03 20:57:47    
ক্রিকেট এবং টুয়েন্টি টুয়েন্টি

cri
    ক্রিকেটের নতুনতম সংযোজন টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ শুরু হতে আর মাত্রকয়েকদিন বাকী । দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে এই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের আনুস্ঠানিকতা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ।

    এদিকে বিশ্বকাপ শুরুর পূর্ব প্রস্তুতি হিসেবে কেনিয়ায় আয়োজিত টুর্ণামেন্টের প্রথম খেলায় বাংলাদেশ টস জিতে ব্যাট করতে পাঠায় কেনিয়াকে । কেনিয়া পুরো ২০ ওভার খেলেও সাত উইকেটে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি । পরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ১৪ বল বাকী থাকতেই ১৩৯ রান তুলে পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় ।

    অপর দিকে পাকিস্তান তাদের প্রস্তুতি ম্যাচ শুরু করে ভালোভাবেই । নাইরোবির জিমখানা ক্লাব মাঠে শনিবার চার জাতির টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা ১৪৮ রানে পরাজিত করেছে উগান্ডাকে । ম্যাচের প্রধান আবর্ষণ ছিল শহীদ আফ্রিদির ১৫ বলে করা অপরাজিত ৫৭ রান । এতে বাউন্ডারি মাত্র তিনটি এবং ছক্কা ছিল সাতটি । মূলত আফ্রিদির বিধ্বংসী ব্যটিংয়েই ২০ ওভারের ম্যাচে টস জয়ী পাকিস্তান প্রথমে ব্যাট করে ২২৬ রান সংগ্রহ করে ।

    ভারত

    চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের অলরাউন্ড নৈপুণ্যের কাছে দু:খজনক ভাবে হেরে গেছে । এ দিনের খেলায় ব্রড প্রথমেই ৫১ রানে চার উইকেট নিলে ভারত ২১২ রানে বুকড হয়ে যায় । পরে ব্যাট করতে নেমে খেলার ম্যান অব দ্য ম্যাচ ২১ বছর বয়সী ব্রড ৭৩ বলে অপরাজিত ৪৫ রান করে জিতিয়ে দেন ইংল্যান্ডকে । ইংল্যান্ড ৪৮ ওভারে ৭ উইকেটে ২১৩ রান তুলতে সক্ষম হয় । এ ম্যাচে জয়লাভের ফলে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ৩-১ ব্যাবধানে ।

    বন্ধুরা এবারে ফুটবল

    শনিবার ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগের খেলায় মাইকেল ওয়েনের গোলে নিউক্যাসল ১-০ গোলে হারাল দশজনের উইগানকে । অন্যদিকে লিভারপুল অবশ্য বড় ব্যবধানেই জিতেছে । তারা ৬=০ গোলে হারিয়েছে ডার্বিশায়ারকে। ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টা কিন্তু সহজে আসেনি । শেষ বাঁশি বাজার মাত্র ১৯ মিনিট আগে বদলি খেলোয়াড় লুইস সাহার হেডে দেয়া গোলে জয়লাভ করতে সক্ষম হয় তারা ।

    ওদিকে ভারতের নেহরু এবং মালয়েশিয়ার মারদেকা কাপে বাংলাদেশের দল দুটি পর পর দু'ম্যাচেই হেরে গেছে আর চ্যাম্পিয়ন হয়েছে ভারত । মারদেকা কাপে মিয়ানমারকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মালয়েশিয়া ।

    সেরি-এ লীগের খেলায় ইতালির জায়ান্ট দল এসি মিলান জয় দিয়ে শুরু করেছে তাদের খেলা । জেনোয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জেতে এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা । সেরি লীগের অপর ম্যাচে রোমা ২-০ গোলে পালেরমোকে হারিয়েছে । এ ছাড়াও একই লীগের খেলায় পার্মা ড্র করেছে ২-২ গোলে ক্যাতিনিয়ার সঙ্গে ।

    বন্ধুরা এবারে এথেলেটিক্স

    চীনের খ্যাতিমান খেলোয়াড় এবং এথেন্স অলিম্পিক চ্যাম্পিয়ন লিউ শিয়াং প্রথম চীনা খেলোয়াড় যিনি প্রথমবারের মত ওসাকায় অনুস্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপের ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ পদক অর্জন করেছেন । লিউ এর আগের বিশ্ব রেকর্ড ১২.৯৫ সেকেন্ডকে অতিক্রম করে ১২.৮৮ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড করলেন। স্বর্ণ পদক লাভের পর ২৪ বছর বয়স্ক শাংহাইর খেলোয়াড় লিউ আনন্দের সঙ্গে বলেছেন আমি খুবই আবেগ আপ্লুত। কারন, এখন আমি বিশ্ব চাম্পিয়ন ।

    এথেলেটিক্সের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট দৌড়ের ১০০ মিটারে আসাফা পাওয়েলকে হারিয়ে দিয়ে স্বর্ণপদক জয়ের পর এবার ২০০ মিটারেও স্বর্ণপদক পেলেন যুক্তরাস্ট্রেরপাইসন গে । এ ছাড়াও তিনি ৪ গুনিতক ১০ মিটার রিলেতেও সোনা জিতেছেন । ১৯৯৯ সালের পর তারই স্বদেশী মরিস গ্রিনের পর টাইসন তিন ইভেন্টেই স্বর্ণপদক লাভ করলেন ।

    বন্ধুরা এবার হকি

    ৩১ আগস্ট ভারতের চেন্নাইতে শুরু হওয়া এশিয়া কাপ হকি টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় গতকাল বাংলাদেশ চীনের সঙ্গে বড় ব্যবধানে হেরে গেছে । চীন এ খেলায় সহজেই ৬-০ গোলে জয় করায়ত্ত করতে সক্ষম হয় । চীনের পক্ষে

    নাইউক করেন সর্বোচ্চ ৩টি গোল। এ ছাড়া হোয়াং হো ২টি এবং লি সিংহা ১টি গোল করেন । আজ বাংলাদেশ খেলছে শ্রীলংকার বিপক্ষে । তারা মঙ্গলবার ভারতের বিপক্ষে এবং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলবে চতুর্থ ও শেষ ম্যাচ । এর আগে বাংলাদেশ তাদের প্রথম খেলায় থাইল্যান্ডকে ১৩- ০ গোলে হারিয়েছিল ।

    বন্ধুরা এবারে টেনিস

    টেনিসের খ্যাতিমান দুই বোন আমেরিকার সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস ইউএস ওপেনের প্রমীলা বিভাগের চতুর্থ রাউন্ডে উঠেছেন । সেরেনা উইলিয়ামস তার রাশিয়ান প্রতিদ্বন্দি ভেরাজনেরেভাকে ৬-৪ ও ৭-৬ সেটে পরাজিত করেন অপরদিকে ভেনাস উইলিয়ামস ৬-১ ও ৬-২ সেটে আনা ইভানোভিচকে সহজেই হারাতে সক্ষম হয়েছেন । ওদিকে ক্যারিয়ারের ১২তম গ্র্যান্ডস্লাম জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার । শনিবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে যুক্তরাস্ট্রের জন ইসনারকে ৬-৭, ৬-২, ৬-৪ ও ৬-২ সেটে হারিয়েছেন । এদিকে সুন্দরী রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা অপ্রত্যাশিতভাবেই৩০ নম্বর বাছাই পোল্যান্ডের রাদওয়ানস্কার কাছে হেরে গেছেন । আবানিয়েস্কা রাদওয়ানস্কা ৬-৪, ১-৬ ও ৬-২ সেটে তাকে হারান। টেনিসের আরেক সুন্দরী তারকা ভারতের সানিয়া মির্জা মার্কিন খেলোয়াড় লরা গ্র্যাভিয়েলকে ৬-৩ ও ৭-৫ পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছেন । তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন চাকভেতাজের । এর আগে তিনবার তার মুখোমুখি হয়ে তিনবারই হেরেছিলেন সানিয়া ।