৩ সেপ্টেম্বরএপেকের সচিবালয়ের একটি রিপোর্টে প্রশংসা করা হয়েছে যে , অর্থবিনিয়োগের বাধা নির্মুল করার ব্যাপারে চীন বিরাট অগ্রগতি লাভ করেছে ।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে , বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত হওয়া এবং বাজার অর্থনীতিতে পরিবর্তন করার পাশাপাশি অর্থবিনিয়োগের বাধা নির্মুল করা চীনের ধারাবাহিক অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । বাণিজ্য ও অর্থবিনিয়োগ ক্ষেত্র উন্মুক্ত করা ছাড়াও চীন রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংস্কার তরান্বিত করা , আইনগত ব্যবস্থা পরিপূর্ণ করা বুনিয়াদী ব্যবস্থার নির্মাণে অর্থবিনিয়োগ বাড়ানো এবং সম্পদের অধিকার সুরক্ষা জোরদার করা সহ ধারাবাহিক ব্যবস্থাও নিয়েছে । রিপোর্টে প্রশংসা করে বলা হয়েছে যে , সংস্কারের ফলাফল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ।
রিপোর্টে জোর দিয়ে বলা হয়েছে , অর্থবিনিয়োগের অবস্থার উন্নতির ফলে চীন সারা পৃথিবীর অর্থবিনিয়োগকারী অংশিদারদের আরও বেশি গুরুত্ব পেয়েছে । অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যতও উজ্জ্বল হয়েছে ।
|