৩রা সেপ্টেম্বর উত্তর কোরীয় লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপত্র ' লেবার নিউজ' একটি ভাষ্য প্রকাশ করেছে । ভাষ্যে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার উপর তার সামরিক হুমকী ও প্ররোচনা বন্ধ করার দাবি জানিয়েছে । ভাষ্যে মনে করা হয়েছে যে , এটাই হচ্ছে কোরিয়া উপদ্বীপের শান্তি নিশ্চিত করা এবং দু'দেশের মধ্যে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পূর্বশর্ত ।
ভাষ্যে বলা হয়েছে , বর্তমানে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি উন্নতির দিকে চলছে । ছ'পক্ষীয় বৈঠকের উদ্দেশ্য হচ্ছে উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বিষয়ক চুক্তি মেনে চলা নিশ্চিত করা । এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে সামরিক মহড়া চালিয়েছে এবং নিরন্তরভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি জোরদার করছে । এ থেকে বোঝা যায় , উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতির কোন পরিবর্তন হয় নি । (থান ইয়াও খাং )
|