২ সেপ্টেম্বর কাঠমুন্ডুতে ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণ ঘটে । নেপাল সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল নিরীহ অধিবাসীদের ওপর বোমা হামলার নিন্দা করেছে । নেপাল সরকার কাঠমুন্ডু ও অন্যান্য স্পর্শকাতর অঞ্চলে সতর্কতাও জোরদার করেছে ।
২রা সেপ্টেম্বর রাতে প্রকাশিত নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে , পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য নেপালের বিধান পরিষদের নির্বাচনে বাধা দেয়ার অপচেষ্টা চালানোর লক্ষ্যে এ সব বোমা বিস্ফোরণ ঘটায় ।
২রা সেপ্টেম্বর বিকেলে কাঠমুন্ডুর তিনটি স্থানে কমপক্ষে তিনটি টাইম বোমা এক সঙ্গে বিস্ফোরিত হয় । ফলে ২জন নিহত এবং ২৫জন আহত হয় । (থান ইয়াও খাং)
|