এপেকের মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠানের আগে ৩ সেপ্টেম্বর সিডনিতে প্রকাশিত বিশ্ব ব্যাংকের একটি রিপোর্টে বলা হয়েছে, বাণিজ্যিক নীতি ও পরিচালনার স্বচ্ছতা আরো সম্প্রসারণ করার মাধ্যমে এপেকের সদস্য দেশগুলোর জন্য ১৪৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব হবে।
রিপোর্ট বলা হয়েছে, এপেকের সদস্য দেশগুলো উদ্ভাবনী কার্যক্রম নেয়া এবং নমনীয়তা প্রকাশ করা উচিত। বাণিজ্য ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিক ক্ষেত্রে অবিরাম সংস্কারের কাজ অব্যাহত রাখা হবে।
অষ্ট্রেলিয়ার বাণিজ মন্ত্রী ওয়ারেন ট্রাস বলেছেন, এই রিপোর্টে আরো উল্লেখ রয়েছে যে, এপেক অঞ্চলের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত করার ক্ষেত্রে ব্যাপক সুপ্ত শক্তি রয়েছে।
|