অষ্ট্রেলিয়ার গভর্ণর জেনারেল মাইকেল জেফরি এবং প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও অষ্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে ৩ সেপ্টেম্বর পেইচিং থেকে রওয়ানা হয়েছেন। এ সফরের পাশাপাশি তিনি সিডনিতে অনুষ্ঠিতব্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার নেতৃবৃন্দের ১৫তম অনানুষ্ঠানিক সম্মেলনেও উপস্থিত থাকবেন।
চলতি বছর হচ্ছে চীন ও অষ্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী। এ বছরের এপেক শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ হলো সদস্য দেশগুলোর উন্নয়ন জোরদার করা ও টেকসই উন্নয়নের ভবিষ্যত সৃষ্টি করা। হু চিন থাও আবহাওয়ার পরিবর্তন এবং এপেকের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে চীনের অবস্থা ব্যাখ্যা করবেন।
|