২ সেপ্টেম্বর উত্তরপূর্ব এশিয়ার পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যিক প্রদর্শনীর যুবক যুবতীদের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাংছুন শহরে শুরু হয়েছে। উত্তরপূর্ব এশিয়ার বিভিন্ন দেশের যুবকযুবতীরা সংগীত ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের সেতু গড়ে তুলেছে।
এবারের অনুষ্ঠানের প্রসঙ্গ হচ্ছে প্রাণশক্তি, সমতা, মৈত্রী ও উজ্জ্বল ভবিষ্যত। অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে উত্তরপূর্ব এশিয়ার বিভিন্ন দেশের যুবকযুবতীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করা ,উত্তরপূর্ব এশিয়ার পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যিক প্রদর্শনীর মান উন্নত করা, প্রদর্শনীর সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা এবং প্রদর্শনীর মার্কার প্রভাব সম্প্রসারণ করা।
জানা গেছে, এবারের দু'দিনব্যাপী অনুষ্ঠানে রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, অন্তর্মঙ্গোলিয়া এবং আফ্রিকা, আমেরিকা এবং চীনের জাতীয় অনুষ্ঠান পরিবেশিত হবে।
|