v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-03 18:44:10    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৯/৩

cri
    চীনের উপ-স্বাস্থ্য মন্ত্রী ওয়াং রুন দে সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের উলুমুছিতে বলেছেন, আয়োডিনের অভাব সংক্রান্ত রোগ প্রতিরোধের প্রক্রিয়ায় চীনের লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। তবে পশ্চিমাঞ্চলের পরিস্থিতি বেশি জটিলতার সৃষ্টি করেছে। এ জন্য চীন সরকার অব্যাহতভাবে পশ্চিমাঞ্চলের আয়োডিনের অভাব সংক্রান্ত রোগ প্রতিরোধের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। যাতে ২০১০ সালে সারা দেশের ৯৫ শতাংশেরও বেশি প্রদেশ, শহর এবং জেলায় আয়োডিনের অভাব সংক্রান্ত রোগ প্রতিরোধের লক্ষ্য বাস্তবায়ন সুনিশ্চিত করা যায়। ৩ সেপ্টেম্বর বিজ্ঞান বিচিত্রা আসরে এ সম্পর্কে একটি প্রতিবেদন শোনানো হবে।

    চীন অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও উত্তরাধিকারের দিকেও ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছে। কিছু দিন আগে চীনের জাতীয় প্রাচীন পুথিপত্র কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এটা হল ঐতিহ্যিক সংস্কৃতি সংরক্ষণের একটি নতুন পদক্ষেপ। বিশেষজ্ঞদের ধারণা, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাচীন পুথিপত্র নতুন কাঠামোতে আরো ভালোভাবে সংরক্ষিত হবে। ৪ সেপ্টেম্বর সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিউ ছিয়েন চীনের প্রাচীন পুথিপত্র সংরক্ষণ ক্ষেত্রের কিছু তথ্য উপস্থাপন করবেন।

    থাংকুলা পর্বত ও কাংতিস পর্বতের দক্ষিণাংশ এবং ইয়ালুজাংপু নদীর মধ্য ও নিম্ন দিকে অবস্থিত সান নান অঞ্চল তিব্বতের এমন একটি অঞ্চল, যে অঞ্চল তিব্বতের সুদীর্ঘকালীন ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদে সমৃদ্ধ। ইয়ুনপুলাখাং প্রাসাদ তিব্বতের প্রথম প্রাসাদ এবং ছাংচু মন্দিরকে তিব্বতের প্রথম বৌদ্ধ মন্দির বলে আখ্যায়িত করা হয়। ৫ সেপ্টেম্বর ওরা অনন্য আসরে তিব্বতের সান নান অঞ্চল সম্পর্কে আপনাদের শোনানো হবে।

     চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের কথা উল্লেখ করলে আপনাদের মনে এমন দৃশ্য ভেসে আসবে যে, নীল আকাশের নীচে প্রান্তহীন বিশাল তৃণভূমিতে সাদা সাদা ভেড়াগুলো আরামের সঙ্গে ঘাস খাচ্ছে এবং মঙ্গোলীয় জাতির পশু পালকরা ভেড়ার দলকে তাড়িয়ে তাড়িয়ে উদাত্ত কন্ঠে গান করছে। অথচ গত কয়েক বছরে বিশ্বের আবহাওয়ার উষ্ণায়ন হচ্ছে এবং তৃণভূমির লোকসংখ্যার অতি দ্রুত বৃদ্ধি ও অযৌক্তিকভাবে তৃণভূমির ব্যবহার অন্তর্মঙ্গোলিয়ার তৃণভূমির মরুকরণ প্রকট হয়ে উঠেছে। এটি স্থানীয় জনসাধারণের জন্যে নিসন্দেহে একটি সতর্কতামূলক সংকেত। তাই নিজেদের মাতৃভুমি উদ্ধার করার জন্যে তারা বাস্তব পদক্ষেপ নিতে শুরু করেছেন। ৫ সেপ্টেম্বর সমাজ দর্পন আসরে শি চিং উ এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের থুং হাই জেলার না কুও থানায় নাচিয়াইং নামে একটি হুই জাতির গ্রাম আছে। নাচিয়াইং গ্রামের ইতিহাস সুদীর্ঘকালের। এখানে ৪ শোরও বেশি ইমামসহ বহু সুধী ব্যক্তির উদ্ভব হয়েছেন। এদের মধ্যে আছেন চীনের বিখ্যাত আরব ইতিহাস বিষয়ক পন্ডিত, ইউনেস্কোর আরব সংস্কৃতি বিষয়ক শারজাহ্ পুরস্কার জয়ী পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাচুং এবং নামকরা অনুবাদক নাস্যুন প্রমুখ। এই গ্রাম এখনও ইসলাম ধর্ম ও মুসলমানদের সমৃদ্ধ ঐতিহ্য ও বৈশিষ্ট্যে ভরপুর। ৭ সেপ্টেম্বর সেই গ্রাম এই জীবন আসরে থান ইয়াও খাং চীনের হুই জাতির এই গ্রামের পরিচয় দেবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)