** চীন-ভারত বিখ্যাত ব্যক্তি ফোরামের ষষ্ঠ সম্মেলন শেষ
দু'দিনব্যাপী "চীন-ভারত বিখ্যাত ব্যক্তি ফোরামের" ষষ্ঠ সম্মেলন ৩১ আগস্ট পেইচিংয়ে শেষ হয়েছে ।
চীন ও ভারতের প্রতিনিধিগণ দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের গভীর মূল্যায়ন করেছেন এবং দু'দেশের উপলব্ধি ও পারস্পরিক আস্থা বাড়ানো , আর্থ-বাণিজ্য , বিজ্ঞান ও সংস্কৃতি এবং সংবাদসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় সম্প্রসারণের বিষয়ে মত বিনিময় করেছেন এবং ধারাবাহিক প্রস্তাব দিয়েছেন ।
এ ফোরাম ২০০০ সালের মে মাসে চীন ও ভারতের নেতৃবৃন্দগণের স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী আয়োজিত হয় । দু'দেশের বিভিন্ন মহলের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে গঠিত এ ফোরাম প্রধানত সরকারের কনসুলেট সংস্থা ও বেসরকারী পর্যায়ে বিনিময়ের সেঁতু'র ভূমিকা পালন করে।
** মুক্তিপ্রাপ্ত ১৯জন দক্ষিণ কোরীয় জিম্মী দেশে ফিরে গেছে
আফগানিস্তানে মুক্তিপ্রাপ্ত ১৯জন দক্ষিণ কোরীয় জিম্মী ২রা সেপ্টেম্বর ভোরে বিমানে দেশে ফিরে গেছেন । এ পর্যন্ত নিহত দু'জন পুরুষ জিম্মী ছাড়া আফগানিস্তানে অপহৃত বাকী ২১জন দক্ষিণ কোরীয় জিম্মী সবাই দেশে ফিরে গেলেন ।
১৯জন দক্ষিণ কোরীয় জিম্মী এ দিন ভোর ৬টা ৩৬ মিনিটে বিমানে দক্ষিণ কোরিয়ার ইনছিওন আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান । তার পর তারা গাড়িতে জেওনগি প্রদেশের আন ইয়াং শহরের একটি হাসপাতালে যান । তারা পরিবার পরিজনের সঙ্গে স্বল্প সময়ের জন্য দেখা করার পর সার্বিকভাবে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করবেন ।
** সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শরীফ দেশে ফিরে আসবেন
৩০আগস্ট পাকিস্তানের ডন নিউস টি ভি কেন্দ্রেরখবরে প্রকাশ , বিদেশে নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ দিন টি ভি কেন্দ্রের সঙ্গে একটি সাক্ষত্কারে বলেছেন , তিনি ১০ সেপ্টেম্বর পাকিস্তান ফিরে আসবেন ।
জানা গেছে , পাকিস্তানের বিরোধী পার্টি মুসলিম লীগ লন্ডনে দু'দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে । ৩০ আগস্টের সম্মেলনে এ লীগের নেতা শরিফকে ১০ সেপ্টেম্বর দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে । এর আগে ২৩ আগস্ট পাকিস্তানের সর্বোচ্চ আদালত শরিফকে দেশে ফিরে সংসদের নির্বাচনে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে ।
এ দিকে, পাকিস্তানের রেল মন্ত্রী শেখ মহাম্মেদ ২৯ আগস্ট বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রতিনিধি পিপলস পার্টির চেয়ারম্যান , বিদেশে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী বেনাজির ভুট্টোর সঙ্গে ব্রিটেনের লন্ডনে নির্বাচনের বিষয় নিয়ে বৈঠক করেছেন। দু'পক্ষ একমত হবেন বলে আশা করা হচ্ছে।
মুহাম্মদ বলেছেন, বর্তমানে দু'পক্ষ আরও কিছু বিষয়ে পরামর্শ করছে। কয়েক দিনের মধ্যেই মতৈক্যে পৌঁছানো সম্ভব হবে।
অন্য এক খবরে জানা গেছে, বেনাজির ভুট্টো বলেছেন, যদিও দু'পক্ষ বেশির ভাগ বিষয়ে একমত হয়েছে। তবে প্রেসিডেন্ট ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের সমস্যা সমাধান হয় নি।
** ভারতের স্বার্থের জন্য পরমাণু শক্তি খুব গুরুত্বপূর্ণ: মনমোহন সিং
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ৩১ আগস্ট বলেছেন , পরমাণু শক্তি ভারতের স্বার্থের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত , ভারতের বৈজ্ঞানিক উন্নয়ন , জ্বালানী চাহিদা ও নিরাপত্তার জন্য পরমাণু শক্তির গুরুত্বপূর্ণ তাত্পর্যও রয়েছে । তা ছাড়া , পরমাণু শক্তিতে ভারতের আরো শক্তিশালী হওয়ার জন্যও সহায়ক।
পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের তারাপুরে দু'টি ভারী পানী রিএক্টরের স্থাপন অনুষ্ঠানে সিং বলেছেন , ভারত পরমাণু শক্তি উন্নয়নের সুযোগ হারাতে পারে না , নইলে বিশ্বের উন্নয়নের অনেক পিছিয়ে যাবে ।
সিং আরো বলেছেন , ভারতের অর্থনীতি প্রত্যি বছরই ৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে । ভবিষ্যতে তা আরো দ্রুতভাবে উন্নত হবে । পরমাণু শক্তি ভারতের উন্নয়নের জন্য অতি গুরুত্বপূর্ণ । তাই কার্যকরভাবে ভারতের টোরিয়াম সম্পদ ব্যবহার করতে এবং আরো বেশি ইউরেনিয়াম সম্পদ উন্নয়ন করতে হবে ।
** পাকিস্তান এককভাবে "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি" স্বাক্ষর করবে না
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম ২৭ আগস্ট নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, পারমাণবিক নিরোধক শক্তি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। ভারত "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি" স্বাক্ষরকারী দেশ নয় বলে পাকিস্তানও এককভাবে তা স্বাক্ষর করবে না।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কৌকে ইউরিকো ২২ আগস্ট পাকিস্তান সফরকালে বলেছেন, পাকিস্তানের "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি"-তে অন্তর্ভুক্ত হওয়া উচিত। জাপান সরকার অব্যাহতভাবে পাকিস্তান সরকারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবে। এ প্রসঙ্গে আসলাম বলেছেন, "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি"-তে অন্তর্ভুক্তির ব্যাপারে পাকিস্তানের স্পষ্ট অবস্থান আছে। এ ব্যাপারে পাকিস্তান পিছ পা হবে না।
আসলাম বলেছেন, এর আগে পাকিস্তান বহুবার ভারতের সঙ্গে "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি" স্বাক্ষরের প্রস্তাব করেছে। কিন্তু প্রতিপক্ষের কাছ থেকে তারা কোন প্রতিক্রিয়া পায় নি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|